রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী থানাধিন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার ১৩ সেপ্টেম্বর রাতে ২৫ কেজি গাঁজা সহ কটিয়াদী থানাধিন পশ্চিম সহশ্রম এলাকার জনৈক ধনু মিয়ার ফিশারির দক্ষিণ পশ্চিম কুনের পাড়ে মোঃ আক্কাস আলী (৪৫) কে গাঁজা বিক্রি করার সময় ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত আক্কাস আলী (৪৫) কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর বুধবার কটিয়াদী থানাধিন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক পুলিশ পরিদর্শক মোঃ আখতারুজ্জামান খান এর নেতৃত্বে সঙ্গীয় এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই মোঃ শামীম আহমেদ ও অন্যান্য অফিসার এবং ফোর্স এর সহায়তায মাদক ব্যবসায়ী আক্কাছ আলীকে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা গাঁঁজা, দুইটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর নীল পলিথিন দিয়ে মোড়ানো ২৫কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেপ্তারকৃত আক্কাস আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা সহ এর আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসতেছে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মোঃ আক্কাস আলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ, একটি নিয়মিত মামলার রজু করা হয়েছে। উল্লেখযোগ্য যে মোহাম্মদ আক্কাস আলীর বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় আরো চারটি মাদকের মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ আক্কাস আলী (৪৫)কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।