রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে ইসলাম উদ্দিন (৬৫)নামে এক বৃদ্ধ গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করছে । আত্মহত্যাকারী ইসলাম উদ্দিন (৬৫)উপজেলার করগাঁও ইউনিয়নের ডাংগের গাও গ্রামের মৃত জয়নাব আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাড়িতে সবার অজ্ঞাতে ইসলাম উদ্দিন (৬৫) বসতঘরের বারান্দার মারুলের সাথে গামছা পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরদিন সকালে বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে কটিয়াদি মডেল থানায় খবর দিলে থানা থেকে লোকজন এসে ঝুলন্ত অবস্থাথেকে তার লাশ নামায়। আরো জানা যায় যে, ইসলাম উদ্দিন তার পর্যাপ্ত সহায়-সম্পদ থাকা সত্ত্বেও সম্ভবত পরিবারের সাথে অভিমানে তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। কটিয়াদী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ঝুলন্ত অবস্থায় থেকে তার লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।