slider

কটিয়াদীতে গলায় খিচুড়ি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খিচুড়ি আটকে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বুধবার পশ্চিম পাড়ার রাইমহন সাহার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু রাজা সাহা কটিয়াদী পশ্চিমপাড়া নিবাসী, কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সদস্য সুজন সাহা (বংশীর) একমাত্র ছেলে। সুজন সাহার বাড়ির সূত্রে জানা যায় যে, গতকাল বুধবার মৃত শিশুটির জেঠিমা চামচ দিয়ে রাজাকে খিচুড়ি খাওয়ানোর সময় এক পর্যায়ে খিচুড়ি গলায় আটকে যায়। সেই সময় তার জেঠিমার চিৎকারে লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে, দ্রুত চিকিৎসার জন্য রাজা সাহাকে, কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুতে কটিয়াদী পশ্চিমপাড়ায় শোকের ছায়া নেমে আসে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button