sliderস্থানীয়

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে সার ও বীজ বিতরন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: ৩০শ এপ্রিল মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান। উপজেলা সহকারী কৃষি অফিসার শংকর কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, বেশ কিছু বছর আগে এ দেশে একটি রাজনৈতিক স্লোগান ছিল, “ভাত দে, কাপড় দে, নইলে গদি ছেড়ে দে,”। এখন কিন্তু আমাদের দেশে ভাত কাপড়ের কোন অভাব নেই। আমরা এখন ভাত ও কাপড়ে স্বয়ংসম্পূর্ণ। ১৯৭৫ পরবর্তী সময়ে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তখন সারের জন্য ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিল। এখন এদেশে সার কৃষককে খুঁজে। এই হল আমাদের বর্তমান সরকারের অবস্থান।

উক্ত অনুষ্ঠানে ২২ শত জন প্রান্তিক চাষীদের মাঝে, প্রতিজনকে -পাঁচ কেজি আউশ ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও পটাশ সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button