রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে, উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। ১৭ এপ্রিল উপজেলা প্রশাসনের হল রুমে নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্তে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে, বাংলাদেশের স্বাধীনতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুক্তাকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন আহাম্মদ, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি সহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ মইনুর রহমান মনির। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।