sliderস্থানীয়

কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থী মিম বেগম (১৬)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম বেগম (১৬)উপজেলার মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামের কাঞ্চন মিয়ার একমাত্র সন্তান। কাঞ্চন মিয়া পেঁয়াজ রসুনের ব্যবসায়ী। ব্যবসায়িক কারণে প্রায় সময় বাড়ির বাইরে তাকে থাকতে হয় । আত্মহত্যাকারী মিম বেগমের মা শিখা বেগম(৩৫) বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পোল্ট্রি ফার্মে চাকরি করেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে পোল্ট্রি ফার্মে থাকতে হয়। যে কারণে আত্মহত্যাকারী মিম বেগমকে বাড়িতে একাই থাকতে হয। ঘটনার সূত্রে জানা যায় ৭ই নভেম্বর মঙ্গলবার বিকেলে আত্মহত্যাকারী মিম বেগম নিজ বাড়িতে বারান্দায় বসে মোবাইলে কে বা কার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে। একপর্যায়ে সে ঘরের ভিতরে ঢুকে বসত ঘরের সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় তার মা শিখা বেগম (৩৫) বাড়িতে এসে তার একমাত্র সন্তান আত্মহত্যাকারী মিম বেগমকে ডাকতে থাকে। তাকে না পেয়ে এক পর্যায়ে নিজ বসত করে ঢুকে তার মেয়েকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। সেই সময় তার সাথে অপর একজন মহিলাকে নিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মেয়ের লাশ মাটিতে নামায়। এরই মধ্যে এলাকার লোকজন জানাজানি হয়ে গেলে এই আত্মহত্যার খবর কটিয়াদী মডেল থানা পর্যন্ত পৌঁছায়। পরে কটিয়াদী মডেল থানা থেকে পুলিশ এসে রাত্রে লাশ থানায় নিয়ে আসে। ৮ই নভেম্বর বুধবার সকালে কটিয়াদি মডেল থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত শেষে লাশ কটিয়াদীতে ফেরত আসেনি।

Related Articles

Leave a Reply

Back to top button