
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক ঘটনায় পুকুরে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শিশুরা হলেন কটিয়াদী পৌর সদরের ১।হালিমা (৭)পিতা সুমন মিয়া গ্রাম দরি চড়িয়া কোনা, এবং একই গ্রামের ২। মৃত্তি (৮)পিতা বাচ্চু মিয়া ও ৩।মোহাম্মদ (৭)পিতা ইসমাইল হোসেন গ্রাম -কাজীর চর মুন্সীপাড়া, ইউনিয়ন মসূয়া।
ঘটনার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর শনিবার কটিয়াদী পৌর সদরের (১) হালিমা, (২) মৃত্তি বিকাল বেলা দড়িচড়িয়া কুনা গ্রামের কদমতলি মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে বাড়ি থেকে বের হলে দীর্ঘ সময় তারা বাড়িতে না ফিরলে তাদের অভিভাবক খোঁজাখুঁজি শুরু করে ও তাদের দেখা পায় নাই। পরে এলাকার কিছু লোকজন কদমতলী মসজিদ সংলগ্ন পুকুরে দুটি লাশ ভাসতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে, দ্রুত শিশুদের অভিভাবক তাদেরকে পুকুর থেকে তুলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরদিকে একই দিনে মসূয়া ইউনিয়নের কাজিরচর মুন্সিপাড়া ইসমাইল হোসেনের ছেলে ৩।মোহাম্মদ (৭)বাড়ি থেকে খেলার জন্য বের হলে, দীর্ঘক্ষণ সে বাড়িতে না ফিরলে, তার অভিভাবক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের পুকুরে মোহাম্মদকে পানিতে ভাসতে দেখেন। পরে সেখান থেকে তুলে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।