sliderস্থানীয়

কটিয়াদীতে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথ বাহিনীর অভিযানে ২৯৫পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা সহ তিনজন মাদক ব্যবসায়ী আটক হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন সদরের পূর্ব পাড়া আনোয়ার হোসেন আনুর বাড়িতে মাদক বিক্রির সময় যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোন সহ আনোয়ার হোসেন আনু ও তার ছেলে আনিসুল ইসলাম এবং তাদের মাদক ক্রয়ের এজেন্ট সুজাত মিয়া পিতা শামসুল হুদা রফিক(৩৫), গ্রাম গানংকুল পাড়াকে গ্রেপ্তার করে।

উল্লেখযোগ্য যে, গত ২৭ আগস্ট মাদকসহ আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলেও অদৃশ্য শক্তি বলে অক্টোবরেই ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। জানা যায় যৌথ বাহিনীর অভিযানের সময় মাদকসম্রাট আনোয়ার হোসেন তার বাড়িটি সম্পূর্ণ সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত করে এবং বাড়ির সামনে প্রজেক্টরের মাধ্যমে ধৃত আনোয়ার হোসেন মুভি শো চালিয়ে লোকজনদের জমায়েত করে মাদক কেনাবেচা করে থাকে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন যৌথ বাহিনীর অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকা সহ তিনজনকে গ্রেফতার করে। এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button