
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার ৭ অক্টোবর ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কটিয়াদী মডেল থানা, একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার এস আই মোহাম্মদ দুলাল মিয়া তার সঙ্গীয ফোর্স সহ ৭ই অক্টোবর রাত্রে, ভোগ পারা এলাকার খান ফিলিং সেন্টার সংলগ্ন থেকে মোহাম্মদ আলমাস উদ্দিন (৩২) কে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১২০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলমাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার নারান্দী গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
গ্রেফতারকৃত আলমাস উদ্দিনের বিরুদ্ধে কটিয়াদি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(ক) ধারায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবংগ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।