sliderস্থানীয়

কটিয়াদীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী এক অভিযানে কটিয়াদী মডেল থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। ১৭অক্টোবর মঙ্গলবার বিকেলে কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলো ১।মজিবুর রহমান (৩৩)পিতা মৃত রবিউল আউয়াল ২।রাজন মিয়া (২৯)পিতা মৃত সিদ্দিক মিয়া এবং ৩।মনির মিয়া (৩৫)পিতামৃত মুসলিম মিয়া তারা সবাই কটিয়াদী পৌর সদরের গ্রাম বাগরাইট পোস্ট কটিয়াদী উপজেলা কটিয়াদী জেলা কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায় ১৭অক্টোবর মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাগরাইট এলাকায় এক অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে কটিয়াদী মডেল থানার পুলিশ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে ১০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এই ঘটনায় কটিয়াদী মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button