sliderস্থানীয়

কটিয়াদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়া গ্রাম বাজারে আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করে আছমিতা ইউনিয়ন আওয়ামী লীগ। আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে, জুয়েল উদ্দিন ও কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য নর মোহাম্মদ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামাত দানবের সাথে নয়, মানবের সাথে থাকুন, অশুভ নয় শুভর সাথে থাকার চেষ্টা করুন। শেখ হাসিনা এদেশের জনগণের জন্য অন্ন বস্ত্র বাসস্থান সহ সব কিছুরই ব্যবস্থা করছে, তাই আওয়ামী লীগকে উন্নয়নের স্বার্থে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

Related Articles

Leave a Reply

Back to top button