রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে REB-14 ও CPC-2 এর, এক অভিযানে, একটি প্রাইভেটকার ও ৫০ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। REB-14 ও CPC-2 এর, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য গাঁজা সহ কিশোরগঞ্জ শহরের দিকে আসবে। এই সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার জন্য সন্দেহজনক এলাকায় REB এর টহল জোরদার করা হয়। গত ৬ সেপ্টেম্বর বুধবার কিশোরগঞ্জের কটিয়াদী থানার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় মর্ডান হারবাল চিকিৎসা কেন্দ্রের সামনে ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর তল্লাশি চৌকি স্থাপন করে। তল্লাশি চলাকালীন ২ জন আরোহীসহ একটি প্রাইভেটকার এর পিছনের ডালার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে প্রাইভেট কারে থাকা ২ জন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃত ব্যক্তিরা বিভিন্ন ধরনের গাঁজা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।