রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে, ভ্রাম্যমান আদালত বাশির উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে। গত সোমবার গোপন সূত্রের খবর পেয়ে, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাফফাত আরা সাঈদ এবং ভূমি অফিসের অফিস সহকারি কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার পুলিশের এক টিমকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার সময় বাশির উদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন। সেই সময় বাশির উদ্দিন কে বালু মাহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১৯ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।