sliderস্থানীয়

কটিয়াদি-পাকুন্দিয়াতে মদ, জুয়া, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় থাকতে প্রশাসনকে নির্দেশ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জ-২,(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নব নির্বাচিত সাংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দীনের সঙ্গে উপজেলা হল রুমে কটিয়াদী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুউজ্জামনের সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-দুই (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন। সভায় এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, কটিয়াদী পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে বাসট্রাক, সিএনজি, অটো রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহনও মদ জোয়ার আসর থেকে এক শ্রেণীর লোক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছে যা আমি অবগত আছি। এ ব্যাপারে আমি কাউকে ছাড় দেব না এবং প্রশাসনের সবাইকে এ ব্যাপারে দৃষ্টি রাখার জন্য বলে যাচ্ছি। সেই সাথে তিনি আরো বলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুশতাকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ

Related Articles

Leave a Reply

Back to top button