
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে “প্রাণিসম্পদে ভড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ এপ্রিল কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদিজ্জামানের সভাপতিত্তে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুস্তাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষিবিদ ড: মোহাম্মদ কামরুল কায়েস আনোয়ার সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।