রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৭ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামএর পুরো বাদিয়া বিল সংলগ্ন ড্রেন থেকে বুরহান উদ্দিন (২৩) নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় কৃষকরা উক্ত বিলে তাদের জমিতে যাওয়ার পথে জমির ড্রেনে একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। মডেল থানার পুলিশ খবর পেয়ে মরদেহটির গলায় আঘাতের চিহ্ন ও মাথা মাটিতে পুতা অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায় নিহত বুরহানউদ্দিন (২৩)কটিয়াদী উপজেলার পূর্ব নাগের গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে কয়েক বছর যাবত নানার বাড়ি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে থাকতো এবং মাঝেমধ্যে তার নিজ বাড়িতে আসা যাওয়া করতো। ২৬ মার্চ মঙ্গলবার দুপুরেরপর থেকে তার সাথে তার পরিবারের আর যোগাযোগ নেই বলে তার আত্মীয়-স্বজন জানায়। বুধবার দিন সন্ধ্যার কিছু আগে বোরহানউদ্দিনের নিজ বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে বিলের জমির ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ও কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহালে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তারা জানান। ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।