
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত বিএনপি নেতারা হলেন ১।শহিদুল ইসলাম, আচমিতা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি, ২।শামসুল আলম, আচমিতা ইউনিয়নের অপর ওয়ার্ড সভাপতি এবং ৩।জালালপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি আবুল কাশেম বাদল। জানা যায় শুক্রবার গভীর রাতে কটিয়াদী বাস স্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের টিভিএস মোটরসাইকেলের শোরুম এর সামনে কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে কটিয়াদি মডেল থানায় অজ্ঞাত নামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। কটিয়াদী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গতকাল তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।