sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

কঙ্গোয় খনি ধসে ৫০ জন নিহত

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশীরভাগই তরুণ।’
কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, ‘আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।’

Related Articles

Leave a Reply

Back to top button