ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই থানার সাবেক অফিসার ইনচার্জ বর্তমান নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দীপুর মা শেফালী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই। তার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বাদ আছর ধামরাইয়ের ডাউটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে স্থানীয় আব্দুল জলিল মন্ডলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকার মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা শেখ রেজাউল হক দীপু ধামরাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে অসহায় মানুষকে আর্থিকসহ সকল প্রকার সহায়তা করে ধামরাইবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন। তার মা শেফালী বেগম করোনা আক্রান্ত হয়ে গত বছরের ১৮ জুলাই ঢাকার ইম্পালস বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধামরাইয়ের ডাউটিয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিল মন্ডল বলেন, ওসি শেখ রেজাউল হক দীপুর মায়ের ভালোবাসা কোনদিনই ভুলতে পারবো না। তিনি আমাকে সব সময় অনেক আদর করতেন এবং অন্যান্য নাতি-নাতনিদের মতো আমাকেও ভালোবাসতেন। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।