
লম্বা ক্যারিয়ারে বেছে বেছেই বিজ্ঞাপন, মিউজিক ভিডিও বা নাটকে মুখ দেখিয়েছেন সুজানা জাফর। সাম্প্রতিক বছরগুলোতে বুটিকসের ব্যবসায় জড়ানোয় তাকে আরও কম দেখা যেতো পর্দায়। এবার পাকাপাকি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
আরও বলেন, “ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিন মাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত তিন মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি।”
সুজানা জানান, এ পেশায় মেধার মূল্য কম। ব্যক্তিগত সম্পর্ক দিয়ে অনেক কিছু বিচার করা হয়।
এ দিকে অভিনেত্রীর ফেইসবুক পেজে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয় নিয়ে পোস্ট বেশি দেখা গেছে। সর্বশেষ পোস্ট ছিল শাওয়াল মাসের রোজা সংক্রান্ত। তিনি লেখেন, “শাওয়াল মাস শেষ হতে আর মাত্র ১০ দিন বাকী। এই মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়। চাইলে ছয়টি রোজা একসাথেও রাখতে পারেন আবার সুবিধামত গেপ দিয়েও রাখতে পারেন। তাই, যারা এখনো শুরু করেননি, দ্রুত শুরু করে দিন। ইনশা আল্লাহ।”
করোনার শুরু থেকে সুজানা একাধিক জনসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। বিশেষ করে দুবাই প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দেশ রূপান্তর