সংবাদদাতা: ‘ফারাক্কা বাধ মরণ ফাদ’ জিকে প্রজেক্টে সেচের পানি সরবরাহ; পদ্মা-তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়; জিকে প্রজেক্টের অকেজো পাম্প মেরামত ও সচল করা সহ ৮ দফা দাবিতে আজ ১৬ মে ‘২৪ইং সকাল ১১টায় ঐতিহাসিক ফারাক্কা দিবসে জাতীয় কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে প্রচার অভিযানের যাত্রা মাগুরা প্রেসক্লাব থেকে শুরু করা হয়। যাত্রা লগ্নে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ ও তসলিম উর রহমান। অতঃপর প্রচার অভিযান মাগুরার শ্রীপুর, শৈলকূপার হাটফাদিলপুর, গারাগঞ্জ, হরিনাকুন্ডুর চরপাড়া ও চুলকানি বাজারে সমাবেশ এবং পথে পথে লিফলেট বিতরণ করা হয়। চুলকানি বাজারে সমাপনী সমাবেশ কৃষক নেতা তৌহিদুল ইসলাম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপরোক্ত নেতৃবৃন্দসহ আরও বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম ফিরোজ, শহীদুল এনাম পল্লব, মিজানুর রহমান প্রমূখ। সমাপনী সমাবেশ থেকে আগামী ৬ জুন ২০২৪ইং সকাল ১১টায় চুলকানি বাজারে সমাবেশের মধ্যদিয়ে প্রচার অভিযান শুরু করে আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়ার জিকে প্রজেক্টের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।