sliderস্থানীয়

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে–রমেশ চন্দ্র সেন এমপি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এখন আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে। তিনি ২৩ আগষ্ট বুধবার সকালে সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও -১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ঐ বিএনপি-জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এককাতারে থাকতে হবে। যাতে তারা কোনভাবেই যেন মাথাচাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি দেশের জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো মতায় আনবে। তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় রায়পুর ইউনিয়ন আওয়ামী ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি সহ ঠাকুরগাঁও জেলা ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button