sliderবিবিধশিরোনাম

এ কেমন রেস্তোরাঁ! ক্রেতাদের পাশে ঘুরে বেড়াচ্ছে হিংস্র চিতাবাঘ(ভিডিও)

রেস্তোরাঁয় ক্রেতাদের আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ নানানভাবে জায়গাটাকে সাজান বা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন। কিন্তু ভাইরাল হওয়া এই রেস্তোরাঁর ছবি ক্রেতাদের আকর্ষণ করবে কিনা জানা নেই, কারণ এখানে ঘুরে বেড়াতে দেখা গেল এক চিতাবাঘকে।
দক্ষিণ আফ্রিকায় এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লজের খোলামেলা রেস্তোরাঁর এ প্রান্ত দিয়ে ঢুকে ওই প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটি। এমন ভাবে হেলতে-দুলতে সে হেঁটে যাচ্ছে, যেন এটি তার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র।
ভিডিওটি সিংগাটা নামে এক ফেসবুক পেজে আপলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। রেস্তরাঁয় উপস্থিত এক ক্রেতা চিতাবাঘটিকে দেখতে পেয়েই মোবাইলের ক্যামেরা অন করেন। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা।
সেখানে দেখা যাচ্ছে, এক ক্রেতার খুব কাছ দিয়েই চিতাবাঘটি চলে যাচ্ছে। তবে কাউকে আক্রমণ করা তো দূরের কথা, কারো দিকে ফিরেও তাকায়নি সে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই চিতাবাঘটিকে আগেও আশপাশে ঘুরতে দেখা গিয়েছে।
ভিডিওটি দেখে নানান রকম মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। কেউ বলছেন, ক্রেতারা বেশ ভাগ্যবান, ‘এমন ঘটনার সাক্ষী থাকাতে পারলেন’।

কেউ আবার এতে বিপদও দেখতে পাচ্ছেন। আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button