এশিয়া কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরব আমিরাত। ফলে এশিয়া কাপের মূল পর্বে অংশ নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল দেশটি। আগামীকাল সোমবার ওমানকে হারালেই মূল পর্বে উঠবে আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাত।
রবিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হংকংকে ছয় উইকেটে হারিয়েছে আরব আমিরাত। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে হংকং।
হংকংয়ের পক্ষে বাবর হায়াত ৫৪, মার্ক চ্যাপম্যান ২৯ ও নিজাকত খান ২৮ রান করেছেন। আর আমিরাতের পক্ষে মোহাম্মদ নাভিদ ৩টি, আমজাদ জাভেদ ২টি, ফারহান আহমেদ ১টি ও আহমেদ রাজা ১টি করে উইকেট নিয়েছেন।
১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মোহাম্মদ শাহজাদ। ৪১ রান করেছেন মোহাম্মদ ওসমান, ২৫ রানে অপরাজিত ছিলেন শায়মান আনোয়ার।
এ জয়ে মূল পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল আরব আমিরাত। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে ২ পয়েন্ট অর্জন করেছে আফগানিস্তান ও ওমান। আগামীকাল সোমবার ওমানকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে উঠবে আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাত। বাংলাদেশের খেলা