sliderস্থানীয়

এশিয়ান টেনিস টুর্নামেন্টে দ্বিমুকুট জয়ী বাউফল থানার ওসির ছেলে কাব‍্য

মো.দুলাল হোসেন, বাউফল: গত ১৩ মে থেকে ১৭ মে পযর্ন্ত ০৫ দিন ব‍্যাপী বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রাজধানীর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া অনূর্ধ ১৪ টেনিস টুর্নামেন্ট আসরে চ‍্যাম্পিয়ন (দ্বিমুকুট) হয়েছে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইনের আদরের দুলাল অদম‍্য কিশোর কাব‍্য গাইন । এ যেন কাব‍্যর ক্রীড়াকাশের এক নতুন দিগন্তের উন্মোচন । পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন যোগ্য খেলোয়ার হিসেবে তৈরি করেছে কাব‍্য গাইন। শুক্রবার ১৭ মে হংকংয়ের খেলোয়ার হিং ওয়াং এর সাথে প্রতিযোগিতা করে একক খেলায় সে চ‍্যাম্পিয়ন হয়। এর আগের দিন অনুষ্ঠিত দ্বৈত খেলায় চ‍্যাম্পিয়ন হয়ে এশিয়ার সেরা খেলোয়ার নির্বাচিত হয় খুলনার এই কৃতি সন্তান ।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
ঢাকা টেনিস ফেডারেশনের হয়ে কাব‍্য গাইন এ প্রতিযোগিতায় অংশ নেয় এমনটাই জানায় তিনি। কাব‍্য গাইন প্রতিবেদককে জানান, আমি বিকেএসপিতে পড়াশোনা করি এখান থেকেই আমি টেনিস খেলা আয়ত্ব করি। ভবিষ্যতে তিনি সকলের দোয়ায় একজন সেরা খেলোয়ার হতে চাই। এবং তিনি বলেন আমি টেনিস খেলায় ভবিষ্যতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করব।

ছেলের সফলতায় কাব‍্য গাইনের বাবা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, আমার ছেলের ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আকর্ষণ ছিল। তার সফলতায় আমি ও আমার পরিবারের সকলেই আনন্দিত। আশা করি সঠিক দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে সে আরও ভাল করবে এমনটাই প্রত‍্যাশা করি। তিনি তার ছেলের জন‍্য সকলের কাছে আর্শীবাদ চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button