sliderখেলা

এশিয়ান গেমস ফুটবল : কোন দল কোন গ্রুপে খেলবে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ সালের এশিয়ান গেমসে ইরানের জাতীয় ফুটবল দল ‘এফ’ গ্রুপে খেলবে। এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- সৌদি আরব, উত্তর কোরিয়া ও মিয়ানমার।
আজ (বুধবার) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশীয় ফুটবল ফেডারেশনের এক সভায় পুণরায় ড্র অনুষ্ঠিত হয়। এর আগে চলতি মাসের ৫ তারিখে সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিন এশিয়ান গেমস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। আজকের ড্র’তে তাদেরকে অন্তর্ভূক্ত করায় এশিয়ান গেমসের দল সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। যেখানে চারটি গ্রুপে চারটি করে দল থাকার পাশাপাশি অপর দু’টি গ্রুপে দল সংখ্যা হল পাঁচটি করে।
এবারের এশিয়ান গেমসে ২৬টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পয়েন্ট তালিকায় প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দুই দলের পাশাপাশি তৃতীয় স্থান অর্জনকারী চারটি সেরা দল শেষ ষোলেতে খেলবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও পালেমবাং শহরে আগামী ১৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুরুষদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কোন্‌ দল কোন্‌ গ্রুপে খেলবে:

গ্রুপ ‘এ’ : ইন্দোনেশিয়া, হংকং, লাওস, চাইনিজ তাইপে ও ফিলিস্তিন
গ্রুপ ‘বি’ : থাইল্যান্ড, উজবেকিস্তান, বাংলাদেশ ও কাতার
গ্রুপ ‘সি’ : ইরাক, চীন, পূর্ব তিমুর ও সিরিয়া
গ্রুপ ‘ডি’ : জাপান, ভিয়েতনাম, পাকিস্তান ও নেপাল
গ্রুপ ‘ই’ : দক্ষিণ কোরিয়া, কিরগিজিস্তান, মালয়েশিয়া, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘এফ’ : ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব ও মিয়ানমার
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button