রংপুর ব্যুরো: সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মাজারে শ্রদ্ধাঞ্জলি পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় তরুণ পার্টি রংপুর মহানগর কমিটির আহবায়ক শামীম আহমেদ দীপ ও সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া তুহিনসহ নেতা কর্মীবৃন্দ। আজ বুধবার বিকালে মাজার জিয়ারত দোয়া ও মোনাজাত শেষে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির কে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় তরুন পার্টি নেতা কর্মী বৃন্দ। এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, তোমরা তারুণ্যের অহংকার তোমরা রাজনীতিকে ধরে রাখবে তোমরা তরুণ বয়সে এই তরুণ পার্টিকে রূপরেখা দাঁড় করিয়ে শক্তিশালী করবে। জাপার মহানগর শাখার সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির তিনি তার বক্তব্যে বলেন তোমরা তরুণ প্রজন্মের অহংকার তোমরা আগামীতে এই জাতীয় তরুন পার্টি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর জাতীয় তরুন পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক জাকির হোসেন মৃর্ধা ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান মোঃ শামীম আহমেদ দীপ কে আহ্বায়ক ও মোঃ গোলাম কিবরিয়া তুহিন কে সদস্য সচিব করে ১১ জন যুগ্ম- আহবায়ক ও ৩৮ জন সদস্যসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট তরুণ পার্টি রংপুর মহানগর কমিটি অনুমোদন দেন।