sliderখেলা

এমবাপের মধ্যে ক্যানিজিয়াকে দেখছেন ম্যারাডোনা!

এবারের বিশ্বকাপে বেশ নজর কেড়েছেন ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। গতিময় ফুটবল খেলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন দুর্বার। তাঁর পারফরম্যান্সে খুবই মুগ্ধ আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও। ফ্রান্সের এই তরুণ-তুর্কিকে তিনি তুলনা করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার ক্লদিও ক্যানিজিয়ার সঙ্গে।
ক্যানিজিয়া ছিলেন একজন দুর্দান্ত স্ট্রাইকার, তিনি ম্যারাডোনার সতীর্থ ছিলেন। আর্জেন্টিনার হয়ে তিনি ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। গতিময় ফুটবল খেলে তিনি ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ১৯৯৪ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ খেলা এমবাপের মধ্যে অনেকটা ক্যানিজিয়াকে খুঁজে পেয়েছেন ম্যারাডোনা। এ সম্পর্কে তিনি বলেন, ‘কাউন্টার অ্যাটাকে এমবাপে যে দারুণ ফুটবল খেলছিল, তা দেখে আমার ক্যানিজিয়ার কথা মনে হচ্ছিল। আসলেও চমৎকার গতিময় ফুটবল খেলেছে সে।’
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হারের কারণ খুঁজতে গিয়ে ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনার অপরিকল্পিত আক্রমণ এবং দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগে এমবাপে কাউন্টার অ্যাটাকে সুযোগগুলো তৈরি করেছেন। আর মেসি কোনো ভালো সুযোগই তৈরি করতে পারেনি। মেসি সে ম্যাচে ফল’স নাইন পজিশনে খেলে ছিল। সেখানে একজন স্ট্রাইকার ব্যাকপাসের মাধ্যমে মাঝমাঠের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকেন। যা করতে ব্যর্থ হয়েছেন মেসি। এমন সব ভুলের কারণে সেদিন আর্জেন্টিনাকে হারতে হয়েছিল।’

Related Articles

Leave a Reply

Back to top button