sliderরাজনীতিশিরোনাম

এবি পার্টি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা করতে যাচ্ছে-আলতাফ হোসাইন

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন বলেছেন রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে এবি পার্টি সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা করতে যাচ্ছে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় বাড্ডায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এ কথা বলেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আমার বাংলাদেশ (এবি) পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে বাড্ডা চেয়ারম্যান বাড়ি মোড়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মুহাম্মদ আলতাফ হোসাইন। আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় নেতা মাহবুব শামীম, নারী নেত্রী ফাতেমা সুলতানা জেরিন ও মোঃ মাজেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ আলতাফ হোসাইন বলেন, এবি পার্টি সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা করতে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। তিনি বলেন, এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমার বাংলাদেশ পার্টি’র কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল বাংলাদেশী নাগরিককে এবি পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মী সভা শেষে জনাব আব্দুর রবকে আহ্বায়ক, মোঃ মাজেদকে যুগ্ম আহ্বায়ক ও আব্দুল গনিকে সদস্য সচিব করে ১৬ সদস্যের বাড্ডা থানা কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button