এবার সহস্রাধিক চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

চীনের সঙ্গে চলমান বৈরিতায় নতুন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ইস্যুতে এক হাজারেরও বেশি চীনা শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করে দিয়েছে দেশটি।
বিবিসি জানায়, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ইস্যুতে চীনা শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের পর এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা এ সব শিক্ষার্থীদের চীনা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ওই বক্তব্যে ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেছিলেন, তাদের কেউ কেউ তথ্য ও মেধাস্বত্ব চুরির সঙ্গে জড়িত।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৩ লাখ ৭০ হাজারের কাছাকাছি চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন। এর মধ্যে সহস্রাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার উচ্চ ঝুঁকির কারণে এসব শিক্ষার্থী ও গবেষকদের ভিসা বাতিল করা হয়েছে। মোট চীনা শিক্ষার্থীদের মধ্যে এটি ছোট একটি অংশ।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। চীনেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগে বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে ১৫ চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া মার্কিন বিমানবন্দরগুলোতে সন্দেহভাজন প্রযুক্তি পাচারকারী হিসেবে দেখা হচ্ছে চীন থেকে পড়তে আসা শিক্ষার্থীদের। বিশেষ করে দেশে ফেরার সময় তাদের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে সম্প্রতি এক সেমিনারে বলেছেন, তারা এখন প্রতি ১০ ঘণ্টায় এমন অন্তত একটি সম্ভাব্য গুপ্তচরবৃত্তির ঘটনা খুঁজে পাচ্ছেন যার সঙ্গে চীনের সংশ্লিষ্টতা রয়েছে।
জুলাইতে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়ার সময় মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কনস্যুলেটটির একটি ‘গুপ্তচরবৃত্তির সেন্টারে’ পরিণত হয়েছে।
তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের আইনের অপব্যবহার করে ‘মনগড়া সব অভিযোগে চীনা ছাত্রদের জেরা করছে, গ্রেপ্তার করছে।’