
আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। শেষ চারে খেলতে হলে পরের দুটি ম্যাচে অবশ্যই জিততে হবে লাল-সবুজের দলকে। পরের ম্যাচে মাশরাফিরা খেলবেন বিরাট কোহলির ভারতের বিপক্ষে। এই ম্যাচেও সাফল্যে আশাবাদী দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘ভারত অবশ্যই আসরের অন্যতম সেরা দল। ভারতকে হারানো খুব একটা সহজ হবে না আমাদের জন্য। তবে তা অসম্ভব নয়। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা নিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘ইংল্যান্ডের আরো দুটি ম্যাচ আছে। তাদের দরকার মাত্র একজয়। আমাদের দুটি ম্যাচ আছে। আমাদের দুটিই জিততে হবে। সমীকরণটা বেশে কঠিন। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। তবে এই মুহূর্তে আমরা নিজেদের নিয়েই বেশি চিন্তা করতে চাই।’
লিগ পর্বে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন সাকিব, ‘সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। ভারত আমাদের পরবর্তী প্রতিপক্ষ। দল হিসেবে অনেক শক্তিশালী ভারত। পাকিস্তানও ভালো দল। আশা করছি, আমরা সেরা ক্রিকেটটা খেলতে পারব।’
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে খেলবে বাংলাদেশ। ভারতের দুজন ভালো মানের স্পিনার আছে। তবে যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদবকে নিয়ে চিন্তিত নন দলের স্পিন কোচ সুনীল যোশি, ‘আমরা ভালো করেই জানি, তারা স্পিন ভালো খেলে। আমরাও কিন্তু স্পিন ভালো খেলি। আফগানদের বিপক্ষে সেটা প্রমাণ হয়েছে।’