sliderবিনোদন

এবার ভারতীয় বিমানসেনার ভূমিকায় কঙ্গনা

চার মাস বাদেই কঙ্গনা রনৌতকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। লাস্যময়ী নায়িকা নন, ড্রাগ অ্যাডিক্ট মডেলও নন, এবার তিনি ভারতীয় বিমানসেনার পাইলট। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এ কথা জানালেন অভিনেত্রী। তার নতুন ছবি ‘তেজস’-এর শুটিং শুরু হতে চলেছে এই বছরেরই ডিসেম্বর থেকে।
ছবিটির পরিচালক সর্বেশ মেহতা।
প্রথমবার এ রকম চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত কঙ্গনা।
অভিনেত্রী বলেন, বিমানসেনার হিরোদের নিয়েই এই ছবি। এই ছবির অংশ হতে পেরে আমার যে কী ভালো লাগছে..।
জানা গেছে, অনেক আগেই ছবিটির শুটিং শুরু হ্ওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়।
কঙ্গনাকে শেষ দেখা গেছে ‘পাঙ্গা’ ছবিতে। জয়ললিতাকে নিয়ে তার আর এক ছবি ‘থালাইভি’-র মুক্তি পিছিয়ে গেছে করোনার প্রকোপে।

 

Related Articles

Leave a Reply

Back to top button