আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার জাপানের প্রমোদতরীতে করোনাভাইরাসের হানা

জাপানে একটি প্রমোদতরীতে করোনাভাইরাস হানা দিয়েছে। বিলাসবহুল জাহাজটিতে অন্তত ১০ জন আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, এই মুহূর্তে ইকোহামা বন্দরে নোঙর করা আছে ডায়মন্ড প্রিন্সেস নামে ক্রুজ শিপটি। করোনাভাইরাস সন্দেহে জাহাজটির ৩৭০০ যাত্রীর মধ্যে ৩০০ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
প্রথমে ৮০ বছর বয়সী হংকংয়ের এক নাগরিকের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এক মাস আগে তিনি জাহাজটিতে উঠেছিলেন। এরপর বাকি যাত্রীদের মধ্যে এই পরীক্ষা শুরু হয়।
আক্রান্ত ১০ জনেরই বয়স পঞ্চাশোর্ধ্ব বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ৪ জনের বয়স ৫০ এর মধ্যে, ৪ জনের ৬০-এ, বাকি দুজনের ৭০ এবং ৮০-এ। আক্রান্তদের মধ্যে দুজন জাপানি।
বুধবার এক সংবাদ সম্মেলনে জাপানি স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানান, ২৭৩ জনকে পরীক্ষার পর ৩১ জনের ফলাফল যাচাই করে এই ১০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন।
যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানেই মারা গেছে সবচেয়ে বেশি, ৪৭৯ জন। আক্রান্ত ১৬ হাজার ৬৭৮ জন।
মঙ্গলবার নতুন আক্রান্তদের সংখ্যা আগের তুলনায় একটু কম ছিল। ২৯ জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে হাজার চারেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন ৩ হাজার ৯৭১ জনের খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button