sliderখেলা

এজবাস্টনে বড় সংগ্রহের পথে পাকিস্তান

শুন্য রানে ১ম উইকেটের পতনের পর আজহার আলী আর সামি আসলামের ১৮১ রানের পার্টনারশীপে এজবাস্টনে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে পাকিস্তান। ওপেনার সামি আসলাম ৮২ রান করে আউট হলেও আজহার আলী সেঞ্চুরির দেখা পেয়েছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ২৫৭ রান।
আজহার আলী ১৩৯ রান করে দিনের শেষ বলে আউট হন। ইউনিস খান। ২১ রান করে অপরাজিত রয়েছেন। পাকিস্তান এখনো প্রথম ইনিংসে ৪০ পিছিয়ে আছে।
বার্মিংহামের এজবাস্টনে গতকাল ম্যাচের প্রথমদিন টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। পাকিস্তানি পেসারদের তোপে ২৯৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
স্কোর : ইংল্যান্ড-২৯৭
পাকিস্তান :২৫৭/৩, আজহার আলী ১৩৯, সামি আসলাম ৮২।

Related Articles

Leave a Reply

Back to top button