
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন, প্রয়োজনে তিনি এক হাজার বছর কারাভোগ করতেও প্রস্তুত আছেন এবং দেশের জন্য তিনি কারারুদ্ধ থাকবেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি ইমরান খানের সঙ্গে জেলে দেখা করেছেন।
শুক্রবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে তার দাড়ি বড় হয়েছে। তাকে (ইমরান খান) আজ একটি আয়না এবং শেভিং কিট দেওয়া হয়েছে।’
ছয়জনের একটি দলের মধ্যে শুধু তাকেই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।
আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আইনি দলের প্রবেশাধিকার সীমিত করার জন্য জেলারের আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন বলে তিনি জানান।
ইমলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) এই মামালার শুনানি করবে।
ইমরান খানের বিরুদ্ধে গোটা পাকিস্তানে সন্ত্রাসবাদ ও সহিংসতার মতো নানা অভিযোগে প্রায় দেড়শ’ মামলা চলমান রয়েছে।
৭০ বছর বয়সী ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বিক্রি থেকে আয় গোপন করার দায়ে ৫ আগস্ট একটি দায়রা আদালত তিন বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার ইমরানের সাথে কারাগারে দেখা করেছেন তার দলের নেতা উমায়ের নিয়াজি। তার কাছে ইমরান খান বলেছেন, ‘(কারাগারে) কী সুযোগ-সুবিধা দেওয়া হল আমি সেসবের তোয়াক্কা করি না। যদি আমাকে এক হাজার বছর কারাগারে থাকতে হয় সেটাও কোনো ব্যাপার না। আমি স্বাধীনতার জন্য এমন ত্যাগ করতে রাজি আছি।’
সূত্র: গালফ টুডে