Uncategorized
এক দিনেই ৩৫০ কোটি

প্রথম দিনেই দেশ–বিদেশ মিলিয়ে ৩৫০ কোটি রুপির ব্যবসা করেছে ভারতের দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’।
মুক্তির আগেই ২০০ কোটি ছিল, এক দিনের মধ্যেই আরও ১৫০ কোটি যোগ হলো। তামিলনাড়ুতেই ব্যবসার পরিমাণ ১৫০ কোটি রুপি। ভারতের বাকি রাজ্যে ১০০ কোটি। তিন দিনের মধ্যেই ছবির আয় ৫০০ কোটি ছাড়াবে, আশা প্রযোজকদের।