sliderবিবিধশিরোনাম

এক ডজন প্রার্থীকে হারিয়ে মেয়র হলো ছাগল

লিংকন নামের একটি ছাগল জনগণের প্রত্যক্ষ ভোটে এক ডজনের বেশি প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের একটি শহরের মেয়র নির্বাচিত হয়েছে। এ খবর প্রকাশ করেছে হাফিংটন পোস্ট।
হাফিংটন পোস্টের তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত ছাগলটি এখন থেকে যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের ফেয়ার হেভেন শহরের জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। শুধু তাই নয় ছাগলটি এখন থেকে জাতীয় দিবসে প্যারেডে বিশেষ পোশাক পরে কুচকাওয়াজ প্রদর্শন করবে। একইসঙ্গে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবে।
প্রসঙ্গত, ফেয়ার হেভেন শহরে কোনো মানুষ মেয়র হতে পারে না। শহরটিতে বিভিন্ন প্রাণীদের মধ্য থেকে একজন মেয়র নির্বাচন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button