Uncategorized
এক ইভেন্টে দু’জনের স্বর্ণজয়!

ইভেন্ট একটা কিন্তু স্বর্ণ জিতলেন দু’জন। রিও অলিম্পিকে এই রকম অভিনব ঘটনা ঘটলো মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে। একইসাথে সাঁতার শেষ করে যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডার পেনি ওলেকজিয়াক দু’জনেই জিতে নিলেন স্বর্ণ।
দু’জনই সময় নেন ৫২.৭০ সেকেন্ড।
নিয়ম অনুযায়ী, রূপার পদক আর কারো পাওয়া হয়নি। সুইডেনের তারকা সাঁতারু সারা সুস্ট্রোম ৫২.৯৯ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।
তবে এই ইভেন্টে হতাশ করেছেন অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল বোনেরা। বিশ্ব চ্যাম্পিয়ন ব্রনটি চতুর্থ আর বিশ্বরেকর্ডের অধিকারী কেইট প্রথম ল্যাপে সবার চেয়ে এগিয়ে থেকেও ষষ্ঠ স্থান পান।