sliderসাময়িকি

একুশে বইমেলায় মিশু আরেফিনের “হৃদয় পুর”

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মিশু আরেফিনের প্রথম উপন্যাস “হৃদয় পুর”। মেলায় ঢুকে একটু পা বাড়ালেই পেয়ে যাবেন–
“হৃদয় পুর”
বিশ্বসাহিত্য ভবন
প্যাভিলিয়ন নাম্বার-৪
অমর একুশে বইমেলা-২০২২

“পুরো শহর রাও হয়ে গেলো ইউনুস আলী বউ, বাচ্চা দুজনারেই পিটায়ে মারছে।”
এমন একটি হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত জানতে হলে পড়তে হবে “হৃদূয় পুর”।
হ্যা, “হৃদয় পুর” মিশু আরেফিনের উপন্যাস। কিশোরী হৃদয়ের আর্তনাদ, জীবন বোধ, ভালোলাগা-ভালোবাসা আর মধ্যবিত্তের জীবন সংগ্রামের চমৎকার চিত্রায়ন “হৃদয় পুর”। আপনার কপি আজই সংগ্রহ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button