মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করি, বহুত্ববাদী সমাজ গড়ি, ‘মনের রঙে রঙিন করি নিজ আঙিনা, মাতৃভাষায় চাষ হোক জ্ঞানের দরিয়া’ মহান ভাষা শহীদের স্মরণে বহুত্ব বাদী সমাজ বিনির্মাণে বারসিক, দিশারি, সৃজন রোরার্স স্কাউট, সেভ দা ন্যাচার, আলোর পথ, ওপেন ফ্রেন্ডস ক্লাব, ও ইয়ুথ গ্রীন ক্লাবের যৌথ আয়োজনে মানিকগঞ্জ বেউথা কালিগঙ্গা সেতুতে বিকেল ৪.০০ ঘটিকা থেকে ৮ ঘটিকা পর্যন্ত আল্পনা অংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্ব ও উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ¦ মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষ, সুজনের সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর কাউন্সিলর আবু মো. নাহিদ, সাংবাদিক আকরাম হোসেন, বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, দিশারি সভাপতি হাসান শিকদার, ইয়ুথ গ্রীন ক্লাবের সভাপতি মিজানুল রহমান হৃদয়, সৃজন রোভার্স স্কাউটের সমন্বয়ক মিজানুর রহমান সোহাগ, রাতুল শেখ প্রমুখ।
বক্তারা ভাষা আন্দোলনে মানিকগঞ্জের অবদান তুলে ধরেন। মানিকগঞ্জ হলো ভাষা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকার বাইরে দেশে প্রথম তেরশ্রী প্রমথ নাথ নন্দীর নেতৃত্বে বাংলা ভাষার দাবিতে মিছিল হয়। মোহাম্মদ রফিক ভাষা আন্দোলনে প্রথম শহীদের মর্যাদা লাভ করেন। শহীদ রফিকসহ জেলার সকল ভাষাসংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ও তাদের প্রাপ্য মর্যাদার দাবিকরি। ভাষা বৈচিত্র্য সংরক্ষণ ও বহুত্ববাদি সমাজ বিনির্মানে সবাইকে একযোগ কাজ করতে হবে। সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার বাড়াতে সরকার ও নাগরিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।