
ভারতে আসন্ন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ঐ ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং। আগামী ৫ মার্চ ধর্মশালায় বাংলাদেশ সময় রাত আটটায় হংকং-এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
তবে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ আগামী ১৯ ফেব্রুয়ারি (বাছাই পর্ব, মূল পর্ব শুরু ২৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট। শেষ হবে ৬ মার্চ। বাংলাদেশ যদি ৬ মার্চ এশিয়ার কাপের ফাইনালে উঠে, তবে ৫ মার্চ হংকং-এর বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হবে না তাদের। সেক্ষেত্রে প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াই টি-২০ বিশ্বকাপ শুরু করতে হবে বাংলাদেশকে।
তবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হলে প্রথম রাউন্ডে লড়তে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘এ গ্রুপে। ঐ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। প্রথম রাউন্ডের বাধাঁ পেরোতে পারলে ‘বি’ গ্রুপে নাম উঠবে বাংলাদেশের। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ।