
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে “একবার ব্যবহার্য প্লাাস্টিক-পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা” এর সচেতনতামূলক প্রচারনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো: খলিলুর রহমান মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খায়রুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, বেসরকারি সংস্থা ‘রান’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বিভাগীয় সমন্বয়কারী মো: রফিকুল আলম, নলছিটি সরকারি ডিগ্রি সাবেক সহকারী অধ্যাপক সামছুল আলম বাহার, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো:শাহাদাত হোসেন মনু প্রমুখ।
সেমিনারে সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহন করে।



