sliderস্থানীয়

একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেয়েছেন ঈদের আগেই ঈদ মজনু মিঞার

নাটোর প্রতিনিধি : ইকো বাটারফ্লাই এলজি’র একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেয়েছেন মো. মজনু মিঞা। নাটোরের সিংড়া বাজারের ‘কৃষাণ ইলেকট্রনিক্স’ শো-রুম থেকে ফ্রিজটি কিনেছেন তিনি।
রবিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ওই শো-রুমের প্রোপাইটর মো. আবু সাইদ মজনু মিঞার হাতে ফ্রি পাওয়া ফ্রিজটি তুলে দেন। মজনু মিঞার বাড়ি উপজেলার মালকুর গ্রামে। তিনি সিনজেনটা কোম্পানীতে চাকুরিরত। তিনি ইকো বাটারফ্লাই এলজি’র ১৯৫ লিটারের একটি ফ্রিজ কিনেন ৩৪ হাজার ৩’শ টাকায়। এসময় ২৪ হাজার ২’শ টাকা মূল্যের ১৩৬ লিটারের আরেকটি ডিপ ফ্রিজ ফ্রি পান তিনি।
মজনু মিঞা জানান, তিনি রবিবার একটি ফ্রিজ কিনেছেন। ফ্রিজের সাথে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়ে খুবই আনন্দিত।
কৃষাণ ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. আবু সাইদ জানান, মজনু মিঞা একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেয়েছেন। ঈদ উপলক্ষে কোম্পানীর অফার চলছে। নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকছে।

Related Articles

Leave a Reply

Back to top button