sliderস্থানীয়

একজন নিভৃতচারী বীর মুক্তিযোদ্ধা আহমেদ খান এর ৯১তম জন্মদিন পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সমাজের নিভৃতে আলোকিত মানুষরাই পারে মানব মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে”
আজ মানিকগঞ্জ জেলা লোক মোর্চার প্রবীণতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদ খান সাহেবের ৯১তম জন্ম দিন।
তাঁর জন্মদিনে সংগঠনের অস্থায়ী কার্যালয় বান্দুটিয়া ওয়েব ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিনেতা, সমাজ সেবক আহমেদ খান সাহেবের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা, কেক কাটা এবং ইফতার বিতরণের মধ্য দিয়ে তাঁর জন্মদিনটি পালন করে জেলা লোক মোর্চা ও ওয়েব ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা লোক মোর্চার সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.খলিলুর রহমান, ওয়েব ফাউন্ডেশন জেলা সমন্বয়কারী ওসমান গনি, সাবেক কাউন্সিলর সাবিহা হাবিব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট ফারুক হোসেন, ওয়েব ফাউন্ডেশন কর্মসূচী কর্মকর্তা মো.নূর আলম প্রমুখ।

উল্লেখ্য যে,মানিকগঞ্জ ভাটবাউর গ্রামের কৃতি সন্তান মানিকগঞ্জ মডেল হাই স্কুলের সাবেক শিক্ষক, দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমেদ খান সাহেব এই বয়সেও কারো সাহায্য ছাড়াই চলাফেরা করেন এবং এখনো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের সাথে নিজেকে ঘনিষ্ঠ ভাবে সম্পৃক্ত জড়িয়ে রেখেছেন।

স্ত্রীর অসুস্থতা জনিত কারণে তিনি দৈনন্দিন রান্না বান্নার কাজও নিজ হাতে সম্পন্ন করে থাকেন। জাতির গর্বিত সন্তান আহমেদ খান সাহেবের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।

Related Articles

Leave a Reply

Back to top button