
মানিকগঞ্জ (ঘিওর)প্রতিনিধি, সোহেল রানা : ২য় ধাপে হয়ে গেল মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ । এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ প্রার্থী এবং পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন । এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ।
নির্বাচন মূহুর্ত চলে গেলেও এখনো কেটে উঠেনি এর রেশ । ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে হার জিতের সমালোচনার ঝড় । চেয়ারম্যান প্রার্থী ৯ জনের মধ্যে খন্দকার লিয়াকত হোসেনকে ঘিরে চলছে যত আলোচনা সমালোচনা । খন্দকার লিয়াকত হোসেন ইতোপূর্বে ঘিওর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান ছিলেন । এবার নির্বাচনে তিনি ব্যাটারি প্রতীক নিয়ে সর্বমোট ৩২১ (তিনশত একুশ) ভোট পান । এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান তাঞ্জিয়া খন্দকার পান ৩১ হাজার ৩০ ভোট । একজন মহিলা ভাইস-চেয়ারম্যানের চাইতে সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন ৩০ হাজার ৭শ ৯ কম পাওয়ায় এই বিপুল ভোটের ব্যাবধান এখন চায়ের দোকানে দোকানে আলোচনা-সমালোচনার মূখ্য বিষয় হয়ে উঠেছে । কেউ বলছেন, চেয়ারম্যান প্রার্থী হয়ে মহিলা ভাইস-চেয়ারম্যানের থেকে এতো কম ভোট পাওয়া এটা আমাদের পুরুষ জাতির জন্য খুবই লজ্জাজনক বিষয় । কেউ বলছেন, এটা তার অযোগ্যতার প্রমাণ ।
গত ২১ মে মঙ্গলবার দিনব্যাপী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে উপজেলা মিলনায়তনে সকল প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম ।
এতে শালিক প্রতীকে মাহাবুবুর রহমান (জনি) ২১ হাজার ৮শ ০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন । এদিকে ভাইস-চেয়ারম্যান পদে তালা প্রতীকে আব্দুল আলীম ১৮ হাজার ২শ ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন ।
এছাড়াও সকল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হন তাঞ্জিয়া খন্দকার । তিনি হাঁস প্রতীক নিয়ে ৩১ হাজার ৩০ ভোট লাভ করেন । যা সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেনের চাইতে ৩০ হাজার ৭শ ৯ ভোট বেশি । বিভিন্ন চায়ের দোকান ঘুরে দেখা গেছে এ বিষয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা ।