
পুরান ঢাকার চকবাজারে একই দিনে একটি পরিবারের ১৪ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একান্নবর্তী ১৭ সদস্যের ওই পরিবারে এর আগে আরও দু’জন করোনা শনাক্ত হয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার পরিবারটির ১৪ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার।
তিনি বলেন, হাজী বাল্লু রোডে এক পরিবারের ১৪ সদস্যের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ওই সড়কের ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।
পরিবারটির অন্য দুই সদস্যের করোনা আক্রান্তের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বিষয়টি আমি নিশ্চিত নই।
ওসি জানান, ঘনবসতিপূর্ণ চকবাজার থানা এলাকায় ৫৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। তবে মারা যাওয়াদের মধ্যে ওই পরিবারের কেউ নেই।