sliderআইন আদালতশিরোনাম

এই রায় বিচারের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: অ্যাটর্নি জেনারেল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘বাংলাদেশের বিচারের ইতিহাসে আজকে একটি মাইলফলক সূচিত হলো। এই মামলাটিকে নষ্ট করে দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করা হয়েছিল। জজ মিয়া নামের এক নিরপরাধ লোককে সাজানো হয়েছিল আসামি, সে পর্যায় থেকে মামলাটি আলোর মুখ দেখেছে এবং অপরাধীরা সাজা পেয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে ও বিচার বিভাগের ইতিহাসে একটি বড় সার্থকতা।’
বুধবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘আমাদের উপমহাদেশে জালিয়াওয়ালাবাগে এ ধরনের হত্যাকাণ্ড হয়েছিল। মানুষকে আবদ্ধ রেখে গুলি করা হয়েছিল। এটা (২১ আগস্ট গ্রেনেড হামলা) অনেকটা সেরকমই। একটা জায়গায় বক্তৃতা হচ্ছিল, এর চারদিক থেকে গ্রেনেড নিক্ষেপ করা হলো। কোনোভাবেই বলা যাবে না, এটা সাধারণ সন্ত্রাসীদের কাজ। এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যেই শেখ হাসিনাকে ও তার দলের অন্যান্য নেতাকর্মীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছিল এবং হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘এই মামলায় প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসা কতখানি ভয়ঙ্কর হতে পারে! রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে হয়েছে, যেমন জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়েছে। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে তিনি হত্যার পরিকল্পনা করেছিলেন। এই মামলায়ও কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কাজেই এখানে ফাঁসি যাদের হয়েছে, তাতে আমরা স্বস্তি অনুভব করছি। তবে আরও কারও কারও ফাঁসি দেওয়া উচিৎ ছিল কিনা, সেজন্য রায়টা আমি খতিয়ে দেখবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button