sliderউপমহাদেশশিরোনাম

এই বানরের থেকে মানুষের অনেক কিছু শেখার আছে, ভিডিও ভাইরাল

অপচয়কারী যদি শয়তানের ভাই হয়, তবে এই বানর কখনোই শয়তানের ভাই হতে পারে না। কারণ বানরটি পানি অপচয়কারী নয়।

মানুষ জেনেশুনেও অনেক সময় পানির অপচয় করে ফেলে। তবে এই বানর সেইসব মানুষের দলের না। সেটা জানার জন্য সম্প্রতি ভাইরাল একটি ভিডিও দেখলেই বোঝা যায়।

ভারতজুড়ে পানি বাঁচাও অভিযান যতই হোক না কেন, মানুষের তাতে খুব একটা হুঁশ ফেরেনি। তবে বানরদের সচেতনতা যে বেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তারাও এখন রাস্তার কল থেকে পানি পান করে তৃষ্ণা মিটিয়ে যত্ন সহকারে কলের মুখটা বন্ধ করে দেয়।

বানরের পানি পানের এক ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের সাবেক নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কুরেশি। কোন জায়গা থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট করে বলেননি কুরেশি।

তবে টিকটকের এই ভিডিওতে দেখা যায়, পুরনো এক বাড়ির সঙ্গে থাকা পানির পাইপ বেয়ে উঠে কল খুলে পানি পান করছে এক বিবেকবান বানর। তৃষ্ণা মিটলে এদিক ওদিক তাকিয়ে সে কলের মুখটা বন্ধ করে তবেই পাইপ থেকে নামে।

বানরও পানি বাঁচাতে জানে, মানুষ জানে কি? অবশ্যই এই ভিডিও সচেতনতার বার্তা দেবে বলেই মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার। এই ভিডিও টুইটারে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button