sliderস্থানীয়

এই জনপদে কেউ সুদের ব্যবসা করতে পারবেনা -এমপি বকুল

নাটোর প্রতিনিধি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি বলেছেন, এই জনপদে কেউ সুদের ব্যবসাসহ চাদাবাজি করতে পারবেনা। আর যারা সুদের টাকা নিয়েছেন কিন্তু দিতেনা পেরে সুদখোরদের হাতে লাঞ্চিত হচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি তাদের পাশে দাড়াবো।
বৃহ¯পতিবার বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি ।
বক্তব্যে তিনি সারা দেশের ন্যায় বাগাতিপাড়া উপজেলার উন্নয়নের কথাও তুলে ধরেন। বিদ্যালয় পরিচোলনা কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমূখ।

পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button