Uncategorized

উ.কোরিয়ায় বন্যায় মৃত ১৩৩, নিখোঁজ ৩৯৫

উত্তর কোরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগটিতে ৩৯৫ জন নিখোঁজ হয়েছে।
সোমবার জাতিসংঘের মানবিক সম্পর্ক বিয়ক সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) পিয়ংইয়ং সরকারের পরিসংখ্যানের বরাত দিয়ে এক বিবৃতিতে একথা জানিয়েছে।
তুমেন নদীর আশপাশের এলাকার প্রায় ১ লাখ ৭ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগে মধ্যে পড়েছে।
ওসিএইএ শনিবার এক বিবৃতিতে জানায়, বন্যায় ৩৫ হাজার ৫শ’র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ৬৯ শতাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ৮ হাজার ৭০০ সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরো বলা হয়, প্রায় ১৬ হাজার হেক্টর আবাদী জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এবং অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button